আজকের শিরোনাম :

বোচাগঞ্জে আদিবাসী ও দলিতদের বনায়ন ও সেচ বিষয়ে আলোচনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১৫:২৮

বোচাগঞ্জ (দিনাজপুর), ০৫ জুন, এবিনিউজ : আজ মঙ্গলবার বেলা ১২টায় বোচাগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বরেন্দ্র অফিসের সভা কক্ষে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্পের আয়োজনে আদিবাসী ও দলিতদের বনায়ন ও সেচ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বোচাগঞ্জ জোন-২ এর সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দিনাজপুর ও ঠাকুরগাও সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ সমশের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং মুর্শিদহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, ১নং-নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহান পারভেজ এসময় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মকসেদুল মোমেনিন, সাংবাদিক মো. শামসুল আলম, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি যথাক্রমে ইুলয়াস হেম্রম, বিনোদ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাবুল হেম্রম, সভায় বক্তারা “দলিত ও আদিবাসীদের  বনায়ন ও সেচ সমস্যা নিরসনে ব্যাপক আলোচনা করেন।

এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ