আজকের শিরোনাম :

তাড়াইল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৫:২০

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ঢাকা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, তাড়াইল উপজেলা যুবসংহতীর সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীনের শপথ অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল সাবেক চেয়ারম্যান ও তাড়াইল বাজার বনিক সমিতির সভাপতি মো.রোকন উদ্দিন মহাজন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মো.গোলাপ হোসেন ভূইয়া, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একে এস জামান সম্রাট, ধলা ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মবিন, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন জুয়েল, তাড়াইল উপজেলা যুবসংহতীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪শে মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন তাড়াইল উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন-আহবায়ক মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন সাহেবের বড় ছেলে মো.জহিরুল ইসলাম শাহীন।

শপথ অনুষ্টান শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম শাহীন বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাই আমি যতদিন ওই পদে দায়িত্ব পালন করবো ততদিন আমার উপজেলাকে মাদকমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাব।তাই আমার উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করছি।
 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ