আজকের শিরোনাম :

মানিকগঞ্জে নেশার ইনজেকশন বিক্রির দায়ে কারাদণ্ড ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৬:১৮

মানিকগঞ্জ সদর উপজেলায় নেশা জাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগে ছানোয়ার হোসেন (৩৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ড প্রাপ্ত দেদারুল মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে। মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নেশা জাতীয় ইনজেকশন বিক্রি করে আসছে ছানোয়ার। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ভারতীয় বুপপ্রিনরফিন ইনজেকশনসহ ছানোয়ারকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেদারুল ইসলাম ছানোয়ারকে এক বছরের কারাদণ্ড দেন।


এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ