আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১৮:৪৩

আজ ২৬ মার্চ।  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে দিবসটি।  আজ মঙ্গলবার সকালে সূর্যদয়ের সাথে সাথে (৫টা ৫৬ মিনিট) লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা করে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরসমূহ, এনজিও, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শহরের বাগবাড়িস্থ গণকরবে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ