আজকের শিরোনাম :

উপজেলা নির্বাচন

গোবিন্দগঞ্জ চেয়ারম্যান পদে লড়াই হবে সেয়ানে-সেয়ানে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ২০:১৩

স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গোবিন্দগঞ্জের প্রার্থীরা প্রচারনার শেষ মর্হুতে ব্যস্ত সময় পার করছেন।দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।সর্বত্র আলোচনা একই কথা ভোট যুদ্ধ হবে সেয়ানে-সেয়ানে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শহর,হাটে-বাজারে, চায়ের দোকানে সর্বত্রই নির্বাচনী পোষ্টারে সয়লাব। সিএনজি ও আটো রিক্সা ভ্যান গাড়ীতে পোষ্টার লাগিয়ে চলছে মাইকিং। মধুর সুরে মন মাতানো পরিচিত গানের চাওয়া হচ্ছে ভোট।

 গত ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই পুরো এলাকায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের প্রচারনায় উৎসব মুখর গোটা উপজেলা।ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নিজের পরিচিতি ও নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটাদের কাছে বিতরণ করছেন লিফলেট।

গত ১৮ মার্চ ভোট গ্রহনের কথা থাকলেও আইনি জটিলতার কারনে উচ্চ আদালতের নির্দ্দেশে নিবার্চন স্থগিত হয়ে যায়। এদিকে নিবার্চন কমিশন গত ২০ মার্চ /১৯ ইং তারিখে এক পরিপত্র মোতাবেক অতিরিক্ত গাইবান্ধা জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন স্থগিত হওয়া গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চন আগামী ৩১মার্চ /১৯ ইং তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) আব্দুল লতিফ প্রধান ,স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি, স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম লিটন(মোটর সাইকেল),ওয়ার্কাস পার্টির (হাতুড়ি প্রতীক)এম.এ মতিন মোল্লা,স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) জাহিদ চৌধুরী ও ফেরদাউস আলম রাজু  দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন পুরুষ ও মহিলা চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা ১৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভা নিয়ে উপজেলা গঠিত। ভোট কেন্দ্র সংখ্যা ১৩৯টি, উপজেলা ভোটার সংখ্যা ৩ লক্ষ, ৮৬হাজার, ২শত ৯৬।

গোবিন্দগঞ্জ উপজেলার সর্বত্র নির্বাচনী আলাপ আলোচনায় তৃণমুলে প্রাধন্য পাচ্ছে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান (নৌকা) আব্দুল লতিফ প্রধান ও শহিদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি।  তবে তৃণমুলে ভোটারদের মাঝে একই কথা ভোট সুষ্ঠ হলে দুইজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে।  এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ত্রিমূখী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ত্রিমূখী লড়াই হবে বলে চলছে সর্বত্র আলোচনা।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ