আজকের শিরোনাম :

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১৯:৩৪

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গোবিন্দ জীঁউ মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম ফারুক, খন্দকার ফরহাদ হোসেন, আবু সালেক বুলবুল,

এ এ এইচ এম রায়হান, কবির, উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি, সহকারি শিক্ষক ফিরোজ আলম মন্ডল, বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যা হেল কাফি, সহকারি শিক্ষক হারুন অর রশিদ, ঝীবন কৃষ্ণ রায়। এসময় উপজেলায় সর্বোচ্চ  এ প্লাস অর্জনকারী ৩ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ