আজকের শিরোনাম :

জলঢাকা উপজলোয় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনশ্চিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১৬:৪৭

নীলফামারীর জলঢাকা উপজলো র্নিবাচনে শুধু মাত্র চেয়োরম্যান পদে ভোট গ্রহনে অনশ্চিতার মুখে পড়েছে নীলফামারীর জলঢাকা উপজলোয়। আইনী জটলতিার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে।

প্রথম দফায় উপজলো র্নিবািচনে তফশলি অনুযায়ী আগামী ১০ মার্চ এই উপজলোয় ভোট গ্রহনের দিন। সংশ্লষ্টরা বলছনে আইনী জটিলতায় ওই দুই উপজলোয় চেয়ারম্যান পদে ভোট যদি স্থগিত হয় তাহলে ভাইসচেয়ারম্যান ও সংক্ষতি নারী ভাইসচেয়ারম্যান পদে ভোট গ্রহনে কোন সমস্যা হবনো। জলঢাকা উপজলো র্নিবাচনে রিটার্নিং কর্মকতা জানান, আইনী জটলতিার কারণে নীলফামারীর জলঢাকা উপজলো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহদে বাহাদুর মনোনয়নপত্র বাতিল হয়।

 উচ্চ আদালতে মাধ্যমে প্রাথীতা ফিরে পায়। এ সময় প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী মিন্টু  আদালতে লিফ টু আপলি করায় আগামী ৬ সপ্তাহরে জন্য এ নির্বাচন স্থগিত করে আদালত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আদালতরে আদশে ও নির্বাচনে কমশনিরে র্নদশিনো অনুযায়ী আমরা পদক্ষপে গ্রহণ করবো। তিনি জানান ভাইস চেয়ারম্যান ও সংরক্ষতি নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের কোন জটিলতা নেই।
উল্লখ্যে যে এই উপজেলায় দুইজন করে ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে প্রাথী প্রতিদ্বন্দিতা করছে।


এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ