আজকের শিরোনাম :

৬০ কেন্দ্রের ২৯টি ঝুঁকিপূর্ণ

কে হচ্ছেন রাজারহাট উপজেলার অভিভাবক?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ২১:৪১

আগামী ১০ মার্চ আসন্ন রাজারহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন রাজারহাট উপজেলার অভিভাবক? এ নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নিতে তারা ভুল করবেন না।

একাধিক ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীক বনাম মটর সাইকেল প্রতীকের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে। শুক্রবার প্রচারণার শেষ দিনে দু’প্রার্থীর কর্মী-সমর্থকদের নিয়ে গোটা উপজেলাজুড়ে চলছে শেষ মূহুর্তের ব্যাপক প্রচারণা। চেয়ারম্যান পদে দুই প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান পদে-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান (নৌকা) এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী (মটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল সাবু (মাইক), চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার (চশমা), শ্রমিক নেতা নাজমুল হুদা নাজু (টিউবওয়েল) এবং চরমোনাইয়ের অনুসারী আহাম্মদ আলী (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান (মহিলা) বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি (পদ্মফুল), উমর মজিদ ইউপি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নাজমা বেগম রুমি (ফুটবল), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সিকদারের সহধর্মিনী রত্না সিকদার (কলস) এবং যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিকের সহধর্মিনী ইয়াসমিন বেগম (ফ্যান) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৬ জন, নারী ভোটার ৭২ হাজার ৩৬৫ জন।

পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশী। ৬০ কেন্দ্রে ৬০ জন প্রিজাইডিং অফিসার, ৪০৫ জন সহকারী প্রিজাইডিং এবং ৮১০ জনকে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ৬০ কেন্দ্রে মোট ৪০৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬০ কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার। নির্বাচনে ৪ প্লাটুন বিজিবিসহ পুলিশ-র‌্যাব ও আনসার-ভিডিপির প্রায় সাড়ে ৮০০ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্স ৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি টিম উপজেলা জুড়ে টহলে থাকার কথা নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহ: রাশেদুল হক প্রধান।  

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ