আজকের শিরোনাম :

দশমিনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমানার মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১৯:২৭

দশমিনা (পটুয়াখালী), ৩০ মে, এবিনিউজ : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আদালত অবমানার একটি মামলা দায়ের করা হয়েছে।  বিজ্ঞ দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করার অভিযোগে বিজ্ঞ আদালত এ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামের মৃত: আঃ হক মৃধার ছেলে মোঃ হারুন মৃধা গত বছর ৬ডিসেম্বর তারিখে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৭,৪৪৭,৩৭৯ ও ৫০৬ ধারায় একই গ্রামের মৃতঃ মোঃ হাসেম হাওলাদারের ছেলে আঃ সত্তার হাওলাদারসহ দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  উক্ত মামলা তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিজ্ঞ আদালত ১৭ ডিসেম্বর তারিখে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়।

ইউপি চেয়ারম্যান বিজ্ঞ আদালতে যথাযথ সময়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালতের ম্যাজিষ্ট্রেট মোহম্মাদ আশিকুর রহমান তাকে তাগিদপত্র প্রেরণ করলেও ইউপি চেয়ারম্যান কর্ণপাত করেননি।  চেয়ারম্যানকে কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে শোকজ করলেও কোন জবাব না দেওয়ায় বিজ্ঞ আদালত ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৮৫ দন্ডবিধি ধারায় আদালত অবমানার একটি মামলা দায়ের করেন।

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ