আজকের শিরোনাম :

কমলগঞ্জে শব্দকর নারীদের সেলাই প্রশিক্ষণ ও সন্তানদের বৃত্তি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১

শিক্ষা, সংস্কৃতি ও কর্মে অনেক অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের নারী-পুরুষ ও তাদের সন্তানদের কল্যাণে বিভিন্ন সংগঠনের মত শব্দকর কালচার‌্যাল একাডেমী কাজ করছে।

 এ সংগঠনের উদ্যোগে আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামে আনুষ্ঠানিকভাবে শব্দকর নারীদের নিয়ে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

কালচার‌্যাল একাডেমীর প্রতিষ্ঠাতা সুখেন্দু শেখর শর্মার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, নন্দলাল শব্দকর, মৌমিতা শব্দকর, বিভাষ শব্দকর, নেপাল শব্দকর। প্রশিক্ষণে  অসহায় দরিদ্র শব্দকর নারী অংশ গ্রহন করেন।

বিভিন্ন দলে ভাগ করে ২০টি সেলাই মেশিনও বিতরণ করা হয়। শব্দকর কালচার‌্যাল একাডেমীতে ১৬০ জন নারীকে পাঁচটি ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সাথে পুরুষদের নিয়ে বাঁশ,বেত ও তাঁতের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে একই সাথে শব্দকর পরিবারের শিশু সন্তানদের সুরেশ প্রভা মেধাবৃত্তি প্রদান করা হয়।


এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ