আজকের শিরোনাম :

গোদাগাড়ীতে হোরোইনসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি দু'শ গ্রাম হেরোইনসহ মা-মেয়ে ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-৫। 

আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতাগঞ্জ জাহানাবাদ গ্রামের উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০), মেয়ে মরিয়ম খাতুন (১৬) ও একই গ্রামের মানসুর রহমানের ছেলে গাড়ী চালক আল আমিন (২৪)। 

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ গ্রামের উজ্জলের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা ও তার মেয়ে মরিয়ম এবং গাড়ীচালক আল আমিনকে আটক করা হয়। 

ঘটনাস্থল থেকে ১টি ডিজিটাল ওজন মাপক যন্ত্র, ২টি মোবাইল,

সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল, বিকল্পধারা মনোনীত প্রার্থী সদর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাসেম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এএসএম ওয়াসিম, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে যুব মহিলা লীগের আহ্বায়ক ইয়াসমিন আক্তার এবং শান্তা চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এবিএন/মোঃ ইমাম হোসেন/গালিব/জসিম
 


 

এই বিভাগের আরো সংবাদ