আজকের শিরোনাম :

সিসি ক্যামেরার আওতায় মির্জাপুর পৌর সদর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৫

চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা রোধে ও এসব ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ নিয়ে মির্জাপুর পৌর সদরের বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা স্থাপন করেছে মির্জাপুর থানা পুলিশ।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে পৌর সদরের শহীদ মিনার, থানা মোড়, কলেজ রোড, আমজাদ হোসেন রোড, ইউনিয়ন পাড়া, কাকলী মোড়, গাড়াইল ভবন, মসজিদ মার্কেটসহ মোট ২২টি স্পটে এই ক্যামেরা বসানো হয়েছে।

ওসি মির্জাপুর একেএম মিজানুল হক জানান, স্থানীয় সাংসদ আলহাজ্ব একাব্বর হোসেন মহোদয়ের আর্থিক ও সার্বিক সহযোগিতায় মির্জাপুর পৌর সদর এলাকায় এ পর্যন্ত ২২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  পর্যায়ক্রমে এটিকে ৪০ এ উন্নীত করা হবে। এতে করে চুরিসহ নানা অপরাধ প্রবণতা হ্রাসসহ যে কোন সমস্যায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাবে।

এদিকে, মির্জাপুর থানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌর সদরের ব্যবসায়ী ও বাসিন্দারা।

এবিএন/মো. জোবায়ের হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ