আজকের শিরোনাম :

ইসলামপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৪৭

জামালপুরের ইসলামপুরে ঘোড়দৌর প্রতিযোগিতার ফাইনাল খেলা ২১ জানুয়ারী ধনতলা গ্রামে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগীতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়” কম দৌড় অংশ নেয়। তিনটি দাপট দৌড়ে মাদারগঞ্জ উপজেলার সুমন মিয়া উপজেলার সাজিমারা গ্রামের হাফেজ আলী ও গোয়ালের চর ইউনিয়নের শুভ মিয়া বিজয়ী হন।

বেলগাছা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ও সাবেক মেম্বার সুরুজ্জামান এর আয়োজন করেন। 

খেলায় বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন তোতা এতে সভাপতিত্ব করেন। অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল প্রধান।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আঃ সালাম, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাড. জামান আবদুন নাছের বাবুল, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক প্রমূখ বক্তব্য রাখেন।

কদম দৌড়ে সরিষাবাড়ী উপজেলার আশরাফ আলী, আজিজল হাজী, সিহাব মিয়া, সোহাগ মিয়া, মাহমুদপুর, মহিষ বাতান গ্রামের ভিক্ষু মিয়া, বকসীগঞ্জ খয়েদির চর গ্রামের মন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভলু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন। 

খেলা সঞ্চালনায় ছিলেন, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারী। 

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ