আজকের শিরোনাম :

কালিয়াকৈরে চোলাই মদসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১২:১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বাড়ি থেকে প্রায় ২০ লিটার চোলাই মদসহ মো. রুহুল আমিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ইব্রাহিম মুন্সির বাড়ির ১নং রুম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুহুল আমিন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার রাগোবিন্দপুর এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে । রুহুল আমিন উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে নিজে চোলাই মদ উৎপাদনসহ ক্রয় বিক্রয় করেন। 

স্থানিয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইব্রাহিম মুন্সির বাড়িতে গত মাসের এক তারিখে রুম ভাড়া নেয় রুহুল আমিন। 

এরপর কয়েক দিন থেকেই রুহুলের রুমের আশপাশে পঁচা গন্ধ পাওয়া যায়। পরে অন্যান্য ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানালে। 

সোমবার দুপুরে বাড়ির মালি একজন সুইপারকে দিয়ে বাড়ির ড্রেন পরিস্কার করলেও গন্ধ দূর হয়না । 

এ সময় রুহুলের রুমে প্রবেশ করে দেখা যায় রুহুল রুমের ভিতরে চোলাই মদ তৈরি করছে। 

পরে স্থানিয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রায় ২০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণসহ হাতেনাতে রুহুল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। 

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকায় রুহুল আমিনকে গ্রেফতার করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০’ এর অধীনে মামলা দেয়া হয়েছে |

এবিএন/আলমগীর হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ