আজকের শিরোনাম :

বোচাগঞ্জে উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১০:৩৫

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চে সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। 

আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বোচাগঞ্জ উপজেলায় সর্বত্র নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। কে পাবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন এই নিয়েই চলছে আলোচনা ও গুঞ্জন। 

এরই মধ্যে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন প্রায় ৫ জন প্রার্থী। 

এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, ৩নং মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল্লাহ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী বাবলু, ও সাবেক ছাত্রনেতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তরুন নেতা আশরাফ আলী তুহিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। 

গত কয়েক দিন ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিনের পক্ষে ব্যাপক প্রচারণা ও মোটরসাইকেল শো-ডাউন লক্ষ্য করা গেছে।  

এ ছাড়াও অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও দলের মনোনয়ন পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। সকলের প্রত্যাশা দল এবার সৎ যোগ্য ও নতুন নেতৃত্বকেই মনোনয়ন দেবেন। 

তবে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। 

এ দিকে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী সাংবাদিকদের জানান, দলীয় ফোরামেই সিদ্ধান্ত হবে কে পাবেন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক। 

মাঠে মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল কাজেই দলের যে কেউ মনোনয়ন প্রত্যাশা করতেই পারে।

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ