আজকের শিরোনাম :

সিরাজগঞ্জের হাট বাজারে মাছের সংকট, মূল্যবৃদ্ধি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০৩

সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারে মাছের সংকট ও তার মূল্য বৃদ্ধি ঘটেছে। অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতের এই মাছের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, প্রায় ২ সপ্তাহ ধরে জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট বাজারে ছোট বড় মাছসহ বিভিন্ন প্রজাতের মাছের সংকট তার মূল্য বৃদ্ধি পেয়েছে।

পুকুরের চাষের মাছের চেয়ে যমুনা নদীসহ খাল বিলের মাছের মূল্য এখন অনেকটাই বেশি। বর্তমানে সংশ্লিষ্ট হাট বাজারে ছোট বড় মাছসহ বিভিন্ন প্রজাতের মাছের কেজি প্রতি ৫/১০ টাকা বাড়ছে।

 বিশেষ করে জেলা উপজেলা শহর বাজার গুলোতে মাছের সংকট ও মূল্য আরো বেশি। জেলা শহরের বড় বাজারের অনেক মাছ ব্যবসায়ী বলছেন, প্রতি বছরের ন্যায় এবারো শুষ্ক মৌসূমে মাছের কিছুটা সংকট।

এছাড়া চলতি মাসের প্রথম থেকেই প্রচন্ড শীতের কারনে নদী নালা,খাল বিলে মাছ ধরা হ্রাস পেয়েছে। সেইসাথে এ জেলার পুকুরে চাষের মাছ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে প্রতিদিন। এ কারনে মাছের বাজার সামান্য বাড়ছে।

এ বিষয়ে জেলা মৎস্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, প্রতি বছরের মতো এ মৌসূমে মাছের সংকটের কারনে কিছুটা মূল্য বৃদ্ধি দেখা দিয়েছে। সেইসাথে অসৎ ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। তবে আগামী ৩/৪ মাসের মধ্যে মাছের বাজার কমে যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ