আজকের শিরোনাম :

আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৩২

আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার,এসরকারের আমলেই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। চিলমারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের মাননিয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছিলেন। এরপর সম্মান করেছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন, এ মন্ত্রনালয় যাতে সঠিক ভাবে পরিচালনা করতে পারি, এজন্য আপনাদের সহযোগীতা চাই।

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম,

অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল উলিপুর আল মাহমুদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহফুজার রহমান সরকার, উপজেলা প্রকৌশলী মো. আজিজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ। পরে মন্ত্রী স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

এর আগে সকালে মন্ত্রী চিলমারী পৌছলে জেলা পরিষদ ডাক বাংলোয় তাঁকে গার্ড অব অনার দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

 

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ