আজকের শিরোনাম :

একমাত্র নৌকাই পারে দেশকে উন্নত করতে : পররাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।

 গতকাল ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট নির্বাচনী পোষ্টার, হ্যান্ডবিল বিতরণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ অপর্ণপূর্বক নির্বাচনী গনসংযোগ শুরুর প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মার্কা নৌকা। একমাত্র নৌকাই পারে দেশকে উন্নত করতে।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল বলেন- দিনাজপুর-৪ আসনের প্রতিটি ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন করে তাদের নেতৃত্বে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি প্রচারণা চালাবেন। নৌকাকে জেতাতে সকলেই ঐক্যবদ্ধ রয়েছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আয়ুবর রহমান শাহ্ বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. সফিউল আযম চৌধুরী লায়ন বলেন-দেশকে উন্নয়নের ধারায় রাখতে নৌকার বিকল্প নাই।

প্রচারনণাকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, মহিলালীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, যুবলীগ সম্পাদক সলেমান গণিসহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী স্থানীয় ঘুঘুরাতলী বাজারের বিভিন্ন দোকান মালিক, কর্মচারীসহ পথচারিদের মাঝে নির্বাচনী হ্যান্ডবিল বিতরণ উদ্বোধন করে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ