আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাদীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ১৬:৫১

সিরাজগঞ্জ, ২৪ মে, এবিনিউজ: সিরাজগঞ্জের চৌহালীতে বৈধ সম্পত্তি থেকে অবৈধ ভাবে মাটি কাটা মামলা বিপক্ষে যাওয়ায় বাদী মতিন মন্ডল (৫২) কে আসামী করে আদালতে নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে ওই উপজেলার দক্ষিণজোতপাড়া গ্রামে।

উক্ত গ্রামের ভুক্তভোগী মতিন মন্ডল জানান, উপজেলার খাষকাউলিয়া মৌজার দক্ষিণজোতপাড়া গ্রামে পৌতিক জমি থেকে জোরপুর্বক মাটি কেটে নেয়ার অপরাধে ২০১৭ সালে সিরাজগঞ্জ আমলী আদালতে হামিদসহ ১১জনকে আসামী করে মামলা করা হয়।

বিজ্ঞ আদালত ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেন খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যানকে। এ মামলা তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এ প্রতিবেদনে বাদীর অভিযোগ সততা থাকায় মামলাটি তাদের বিপক্ষে যায়।

এতে বিবাদীগনরা ক্ষিপ্ত হয়ে ১নং আসামী তার স্ত্রী জয়নব (৩৬) কে দিয়ে ওই মামলার বাদী মতিন মন্ডলেেক আসামী করে আদালতে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি জানান।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ