আজকের শিরোনাম :

দিনাজপুরে গুনিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে হুইপ ইকবালু রহিম এমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। দিনাজপুরকে উন্নয়নের মডেল হিসেবে পরিচিত করেছি বাংলাদেশসহ সারা বিশ্বে। তাই আমরা আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষানবাজারস্থ সিডিসি কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশাল ফাউন্ডেশন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটি আয়োজিত গুণি সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চু বলেন প্রতিটি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠান করতে রাষ্ট্রের যথেষ্ট ভূমিকা রয়েছে। রাষ্ট্রের ভূমিকাকে সামনে রেখে আমাদের প্রাণপ্রিয় নেতা মাটি মানুষের নেতা হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরের দশমাইলে একটি অর্থনৈতিক জোন করার পরিকল্পনার কাজ শুরু করেছেন। দরিদ্র, ক্ষুধা বেকারত্ব দূর করে দিনাজপুর জেলাকে একটি উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

অনুষ্ঠানে গুণিজন হিসেবে সম্মাননা পদক প্রদান করা হয় হুইপ ইকবালু রহিম এমপি, শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, প্রবীন রাজনৈতিকবিদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুজ্জামান চৌধুরী মাইকেল, বিশিষ্ট সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ, সমকালের জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, ডাঃ ক্বারী মোঃ রমজান আলী, ফাউন্ডেশনের সভাপতি ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক একরামুল ইসলাম চঞ্চল।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত রায়ের পরিচালনায় দিনাজপুর জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 


এবিএন/মোঃ আফজাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ