আজকের শিরোনাম :

চট্টগ্রামের মাদকের আখড়া বরিশাল কলোনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ১৯:৫৮

চট্টগ্রাম, ২৩ মে, এবিনিউজ : চট্টগ্রামের মাদকের আখড়া হিসেবে খ্যাত বরিশাল কলোনীর ৩০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র উদ্যোগে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল আলমের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ অভিযানে সিএমপির উদ্ধতন কর্মকর্তা, সদরঘাট থানা পুলিশ, এলাকার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা সহায়তা করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম জানান, মাদককে নির্মুল করতে সিএমপির উদ্দ্যেগে বুধবার প্রায় ৩ ঘন্টার অভিযানে বরিশাল কলোনীর ৩০টি মাদক বিক্রির স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া ওই এলাকায় সন্ধ্যার পর কোন আড্ডা বা জনসমাগম না ঘটানোর জন্য স্থানীয়দের সতর্ক করে দেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ম্যাজিস্ট্রেট তৌহিদুল।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ