আজকের শিরোনাম :

ঝালকাঠির দুটি আসনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ২০:৩৩

নির্বাচন কমিশনের নির্ধারিত গতকাল বুধবার শেষ দিন ঝালকাঠির দুইটি আসনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঝালকাঠির জেলা রির্টানিং কর্মকর্তা ও রাজাপুর, কাঠালিয়া ও নলছিটির সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কাছে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা এ মনোনয়নপত্র দাখিল করেছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
    
অন্যদিকে, ২৭ নভেম্বর মঙ্গলবার হাইকোর্ট রায় প্রদানের পর দুদকের মামলায় সাড়ে ১৩ বছর সাজাপ্রাপ্ত বিএনপির ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থীতা মাইনকা চিপায় (অনিশ্চয়তার) পরতে পারে বলে নির্বাচনী এলাকায় জোর গুঞ্জন উঠেছে। এ আসনে বিএনপি মনোনীত অপর প্রার্থী ও ১/১১ পরবর্তী সংসদ নির্বাচনে বিএপি থেকে নির্বাচন করা মো. রফিকুল ইসলাম জামালের সমর্থকরা বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারের পাশপাশি তাদের প্রার্থীর ভাগ্য আরো একবার ভাগ্য খুলে গেছে বলে দাবি করেছে।

পরিবর্তিত অবস্থা ও আইনী জটিলতার এ বিষয় নিয়ে ব্যারিস্টার শাহজাহানের কর্মী সমর্থকদের মধ্যে চাপা আতংকের পাশাপাশি ঝালকাঠি জেলা জুড়ে রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
    
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া)আসনে মনোয়নপত্র দাখিল করেন বজলুল হক হারুন- (আওয়ামী লীগ), কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির, (স্বতন্ত্র), ব্যারিস্টার শাহজাহান ওমর- (বিএনপি), মো. রফিকুল ইসলাম জামাল- (বিএনপি), এমএ কুদ্দুস খান- (জাতীয় পার্টি- এরশাদ), কমরেড আবুল হোসেন- (ওয়ার্কাস পার্টি), মো. রুবেল হাওলাদার- (জাতীয় পার্টি-মঞ্জু), আল্লামা নুরুল হুদা ফয়েজী- (ইসলামী আন্দোলন বাংলাদেশ), প্রবীর কুমার মিত্র- (এনপিপি), মাওলানা ফয়েজুল হক- (স্বতন্ত্র), মো. শাহ জালাল শামীম- (স্বতন্ত্র), ইয়াছমিন আক্তার পপি- (স্বতন্ত্র), মাওলানা দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) ও নূরুল ইসলাম মূকুল মৃধা (স্বতন্ত্র)।

ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমির হোসেন আমু- (আওয়ামী লীগ), ইসরাত সুলতানা ইলেন ভ’ট্টো-(বিএনপি), জিবা আমিনা খান- (বিএনপি), মুফতি মাওলানা ফয়েজুল করিম- (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জাহাঙ্গীর হোসেন খান- (এনপিপি), এমএ কুদ্দুস খান- (জাতীয় পার্টি-এরশাদ), জাহান শাহ কবির পারভেজ (গণফোরাম)। দুপুরে কন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির উপজেলা সদরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শো ডাউন করেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ