আজকের শিরোনাম :

বগুড়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ১১:৫৪ | আপডেট : ২৩ মে ২০১৮, ১৪:৪৭

বগুড়া, ২৩ মে, এবিনিউজ : বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বগুড়া সদরের কুকরুল গ্রামের বেসরকারি সংস্থা টিএমএসএসের অডিট অফিসার আরিফুল ইসলাম সুমন (২৮), নন্দীগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার মোখলেসুর রহমান (৫২), একই উপজেলার চাকলমা গ্রামের রমজান আলী (৬০), শাজাহানপুর উপজেলার খাদাস পশ্চিমপাড়ার  ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) ও শেরপুরের ফিকিন্দা গ্রামের ফারুক হোসেন (৩০)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, বগুড়ার শাকপালা ছেড়ে আসা নন্দীগ্রামগামী একটি যাত্রীবোঝাই লেগুনা (হিউম্যান হল্যার) (বগুড়া-ছ-১১-০৩৪৪) বুধবার সকাল ৯টা ১০ মিনিটে শাজাহানপুরের পারতেখুর এলাকায় মহাসড়কে পৌঁছে। এসময় নন্দীগ্রাম থেকে আসা একটি খালি ট্রাকের (বগুড়া-ড-১৪-৬৩৪৯) চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার হেলপার আল-আমিনসহ ১২ যাত্রী আহত হন। দাতের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন জন মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ট্রাক ও লেগুনা জব্দ করলেও চালকরা পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ