আজকের শিরোনাম :

সরিষাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে দুইটি জিডি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ২০:২৩

জামালপুর, ২২ মে, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি হয়েছে।

গত ২০ মে পৌরমেয়র-কাউন্সিল ও কর্মচারীদের মধ্যে হট্রগোল চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন আহত হন। মেয়রকে অবরোধ করে।

এসময় মেয়রের পিস্তল থেকে ফাকা গুলিবর্ষণ করেন। পিস্তলের আঘাতে আল আমিন আহত হন।

পুলিশ ও আ.লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবরটি পত্রিকায় প্রকাশিত হবার পর ক্ষুব্দ মেয়র সাংবাদিক ফোরামের সম্পাদক মাসুদুর রহমানকে হুমকি প্রদর্শন করে।

খবর পেয়ে ও কাউন্সিলরদের ওপর গুলিবর্ষণের চেষ্টা ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে গত রবিবার ও সোমবার রাতে পৃথক দুটি সাধারণ ডায়েরি হয়।

আজ মঙ্গলবার বিকালে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। সাধারণ ডায়েরি (নম্বর ৭৫১, তারিখ ২০-০৫-২০১৮ইং) ও (নম্বর ৭৯১, তারিখ ২১-০৫-২০১৮ইং)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, সাধারণ ডায়েরি দুটোর তদন্ত চলছে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ