আজকের শিরোনাম :

মুন্সীগঞ্জে ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতার ৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১৪:৩২

মুন্সীগঞ্জ, ২২ মে, এবিনিউজ : বর্তমানে মাদকাসক্তি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হওয়ায় মাদকের ক্রয়-বিক্রয় এবং মাদক সেবন রোধকল্পে র‌্যাবের মহাপরিচালকের নির্দেশক্রমে র‌্যাবের মাদক বিরোধী অভিযান বৃদ্ধি করা হয়েছে।

এরই ফলশ্রুতিতে ২১ মে ২০১৮ তারিখ বেলা ১৫.৪৫ ঘটিকর সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এ.এস.পি মো. মহিতুল ইসলামদ্বয়ের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার দোহার থানাধীন খেজুরতলা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী ১। মো. মামুন (২৭), পিতা-চান মিয়া, ২। মো. রিয়াজ (২৭), পিতা-মৃত হযরত আলী, ৩।

আল-আমিন (২২), সর্ব গ্রাম-পালামগঞ্জ, থানা-দোহার, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন। উক্ত অভিযানে ঢাকা জেলার দোহার থানার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন উপস্থিত থেকে উল্লেখিত ধৃত আসামীদের প্রত্যেককে ০২ (দুই) মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

একই তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামদ্বয়ের নেতৃত্বে ঢাকা জেলার দোহার থানাধীন খেজুরতলা চৌরাস্তা মোড়স্থ ছামছুদ্দিনের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। নাজমুল হোসেন (১৯), পিতা-আব্দুল আলিম, গ্রাম-জামালচর ইকরশি, থানা-দোহার, জেলা-ঢাকা, ২।

শামসুর রহমান (৩৫), পিতা-শেখ মুজিবুর রহমান, গ্রাম-রায়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ১০৩ (একশত তিন) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭০০/- (সাতশত) টাকা উদ্ধার করেন।

একই তারিখ ১৮.১০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মো. মহিতুল ইসলামদ্বয়ের নের্তৃতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দক্ষিণ ঝুমুরগাঁও গ্রামস্থ ঝুমুর সিনেমা হল রোডস্থ আদর স্পেশাল পরিবহণ কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রিফাত (২৫), পিতা-মৃত আঃ সাত্তার, গ্রাম-কলাপাথর, থানা-কসবা, জেলা-বি-বাড়িয়া, ২। মো. শাকিল (১৯), পিতা-মোঃ হোসেন, গ্রাম-জগতপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ১০ (দশ) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবা এবং গাঁজার আনুমানিক মূল্য ১,৩১,৯০০ (এক লক্ষ একত্রিশ হাজার নয়শত) টাকা। এ সংক্রান্ত ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানিয়েছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ