আজকের শিরোনাম :

আদমদীঘিতে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় সান্তাহার উপহার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময়ের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

আরোও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, এস এম বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহসীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলম, শিক্ষক নেতা মির্জা আবুল কালাম আজাদ, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এস.এম.জাহিদুর বারী, আওয়ামী লীগ নেতা নাজিমুল হুদা খন্দকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মুনজু আরা বেগম, সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজল প্রমুখ।   

আলোচনা সভায় বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে এমপি পদে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।  বক্তারা আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে বগুড়া-৩ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া যাবে বলে তারা দাবি করেন।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ