আজকের শিরোনাম :

কালিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৫

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে আজ মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় সরকার বিভাগক, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা  ও ভিডিও চিত্র প্রদর্শনণী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ নূরমোহাম্মাদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সচিব মো. মনজুরুল আলম, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এস.এম. আহম্মাদ উল্যাহ বাচ্চু, নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, গ্রাম আদালত সহকারী আবু রায়হান, ইউপি সদস্য আহম্মাদ আলী, আ. খালেক, নিজামউদ্দীন, রবিউল, রেজাউল প্রমূখ।

এভিসিবি-২ প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশনের কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. শওকাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তরা বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ায় এলাকার বিরোধ গ্রাম আদালতের মাধ্যেমে সমাধান হওয়ায় সাধারণ জনগনের হয়রানী কমেছে। সহজেই বিচারিক সেবা নিতে পারছে জনগণ।

 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ