আজকের শিরোনাম :

বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে ১০ বিঘা জমির ফসল নষ্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১৭:০৬

নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে ১০ বিঘা জমির ফসল নষ্ট করেছে দূর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা গ্রামের মৃত আরাম আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন এর সঙ্গে একই গ্রামের আক্কাস আলীর ছেলে আঃ রহমান এর দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর এক পর্যায়ে গত ১৬ অক্টোবর ভোর রাতে সাজ্জাদ হোসেন এর আমন ধানসহ বিভিন্ন সবজির ফসলে বিষ প্রয়োগ করে। এতে প্রায় তিন একর আমন ধান, এক বিঘা বিভিন্ন জাতের সবজি নষ্টসহ কলা বাগানের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, প্রায় ৩ একর জমির ফুলে বের হওয়া আমন ধান বিষ প্রয়োগের কারণে হলুদ বর্ণ হয়ে মরে গেছে।  এ ছাড়া প্রায় ১বিঘা জমির কলা গাছ ও শিম গাছের গোড়া কেটে ফেলা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যে জানা যায়, দীর্ঘদিন যাবত সাজ্জাদ হোসেন ও আঃ রহমান এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এ কারনেই এই ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে আঃ রহমান মোবাইল ফোনে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও ক্ষেত-ফসলে বিষ প্রয়োগে কোন ক্ষতি করিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, ফসল নষ্ট হওয়ার অভিযোগ পেয়েছি তবে এখানে আমাদের করার কিছু তারা আইনগত ব্যবস্থা নিতে পারেন।

এ ব্যাপারে সাজ্জাদ হোসেন  বাদী হয়ে আক্কাস আলীর ছেলে আঃ রহমান, এনামুল হোসেন এর ছেলে বিদ্যুত হোসেন, কেরামত আলীর ছেলে এবাদুল হোসেন ও এনামুল হোসেন, মৃত আফছার আলীর ছেলে এরশাদুল হকসহ ১৩ জনকে আসামী করে বদলগাছী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে।  বাদী পক্ষ মামলা করতে আসলে মামলা গ্রহণ করা হবে।
                                                           
এবিএন/হাফিজার রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ