আজকের শিরোনাম :

কাউখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ২২:১৮

সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গান্ডতা শ্রী শ্রী সার্বজনীন দেব মন্দিরের সৌজন্যে নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইসহাক আলী খান পান্না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, সহ সভাপতি এড. আব্দুল আউয়াল, ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদোহা চাঁন, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত সহ আরও অনেকে।

 নৌকা বাইচ প্রতিযোগীতা কাউখালী লঞ্চ ঘাট নদী থেকে শুরু করে গান্ডতা নদীতে এসে শেষ হয়।  এতে প্রথম হন কাউখালী সদর ইউনিয়নের আসপদ্দি, দ্বিতীয় হন গান্ডতা। নৌকা বাইচ দেখতে হাজার হাজার উৎসক জনতা নদীর দুই পাড়ে ভীড় করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ