আজকের শিরোনাম :

তজুমদ্দিনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১৯:৪৯

ভোলার তজুমদ্দিনে সুষ্ঠুভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত এসভায় উপজেলার বারোটি পূজা মন্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাঙালী হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা নির্বিঘে্ন সম্পন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এ সভা।  ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সভায় সকলের প্রতি আহবান জানানো হয়। প্রতিটি পূজা মন্ডপে যাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অক্ষুন্ন থাকে সে বিষয়ে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ সভাপতি বিধূ ভূষণ রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রী বিরণ চন্দ্র নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মরন চন্দ্র দাস, নির্বাহী সদস্য পরিমল চন্দ্র দে(মনু), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ গোপাল মজুমদার, যুব ঐক্য পরিষদ সম্পাদক রিপন সিং, কোষাধ্যক্ষ অসীম ঘোষ ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক চপল রায়।
 

এবিএন/চপল রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ