আজকের শিরোনাম :

কাপাসিয়ায় বই পড়া কর্মসূচী’র মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ২০:৪৯

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বিজ্ঞান, মনীষীদের জীবনী ও ছোটদের গল্প বই থেকে তাজউদ্দীন উদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশানের উদ্যোগে কাপাসিয়া উপজেলার এগারো ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। ৭ অক্টোবর বিকাল ৪ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বই পড়া কর্মসূচী’র সমন্বকারি পারভেজ আহমেদ জানান, উপজেলার এগারো ইউনিয়নের ৪৫টি বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৯৫০০ শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহন করে। ঠাকুর মা’র ঝুলি, প্রথম শিক্ষক, বাংলাদেশের সংগ্রাম, বাংলাদেশের ইতিহাস, মেয়ের কাছে বাবার চিঠি, আমার ছেলেবেলা বই থেকে ১০০ নম্বরের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও  সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসের রিমি এমপি’র উদ্যোগে ২০১৭ সাল থেকে উপজেলায় এ বই পড়া কর্মসূচী চালু হয়।  কেন্দুয়াব সরকারি প্রাথকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, এমন মহৎ উদ্যোগ নেওয়ায় এমপি মহোদয়কে কৃতজ্ঞাতা প্রকাশ করছি। এ পরিক্ষার ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হতে পারবে।

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ