আজকের শিরোনাম :

সরিষাবাড়ীতে দশ বই দিয়ে গণপাঠাগার টেন বুক্স লাইব্রেরির যাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১১:৪৬

জামারপুরের সরিষাবাড়ীতে দশ বই দিয়ে গণপাঠাগার টেন বুক্স লাইব্রেরির যাত্রা শুরু করেছে এক বই প্রেমিক।

শুক্রবার সকালে ফিতা কেটে উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে এই পাঠাগারের কার্যক্রম শুভ উদ্বোধন করেন-জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী। কলেজ ছাত্র হাসান নাহিদ এই পাঠাগারের উদ্যোক্তা।

ওই ছাত্রের সংগ্রহে থাকা ১০টি বই দিয়ে এই পাঠাগার যাত্রাকে স্মৃতিময় করে রাখতেই এর নাম দেয়া হয়েছে, টেন বুক্স লাইব্রেরি। তার ইচ্ছা দেশে আরো ১০০টি লাইব্রেরি স্থাপন করার। পাঠাগার উদ্ধোধনকালে উৎসুক জনতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ