আজকের শিরোনাম :

কালিগঞ্জে জলাবদ্ধতায় ৩’শ একর জমির ফসল নষ্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১

একটানা প্রবল বর্ষনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিলার কয়েকটি গ্রামের ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৩শত একর জমির ফসল নষ্ট হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে।

ভাড়াশিমলা এলাকার কৃষক জাকির হোসেন, রুহুল আমিন, হাবিবুর রহমান হবি, আনারুল ইসলামসহ অনেকেই জানান, সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা এলাকার সরকারী খালে ব্যক্তি স্বার্থে নেট-পাটা দেওয়া। আবার অনেকেই বাঁদ দিয়ে মাছ চাষ করার কারনে যথাযথ পানি নিস্কাশনের ব্যবস্থা নেই। যার কারণে কয়েক দিনের টানা বর্ষায় জলাবদ্ধতা হয়ে ভাড়াশিমলা, কুখাডাঙ্গি, মারকা, হিজলা, দাতপুরসহ আশেপাশের প্রায় ৩শত একর জমির ফসল ও মাৎস্য ঘেরের ব্যপাক ক্ষতি হচ্ছে। কিন্তু এব্যাপারে কারো কোন মাথাব্যাথা নেই। তারা আরো বলেন, অনেকেই বিভিন্ন এনজিও বা সমিতি থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা হয়েছে। যদি পানি নিস্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। তাই যাতে দ্রুত পানি নিস্কাশনের ব্যস্থা করা হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশুহস্তক্ষেপ কামনা করছি।  

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ