আজকের শিরোনাম :

খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শারীরিক নির্যাতনে স্ত্রী পিংকী চৌধুরী (২৫) কে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামী সাগর চৌধুরী পলাতক রয়েছে।

গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের দার্জিলিং টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু পিংকী চৌধুরী গুইমারার দার্জিলিং টিলার বাসিন্দা সাগর চৌধুরীর স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী সাগর চৌধুরী তার স্ত্রী পিংকী চৌধুরীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গৃহবধু পিংকী চৌধুরীকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক ডা. মো. আনিসুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধুর হাত, থুতনী ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনার পর সাগর চৌধুরী পলাতক রয়েছে, সে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, নিহত পিংকী চৌধুরী ছাত্রলীগ সভাপতির স্ত্রী। তবে সে কীভাবে মারা গেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

 

এবিএন/মাইনউদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ