আজকের শিরোনাম :

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৫:৩৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কালো ব্যাজ ধারণ, মিলাদ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রোববার সকাল ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

 এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ছিদ্দিকুর রহমান ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম, কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কটিয়াদী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান সমিতির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিসহ সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ