আজকের শিরোনাম :

রামপালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১

রামপালে উপজেলা পর্যায়ে অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রামাপাল সরকারী কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বাঁশতলী ইউনিয়ন পরিষদ একাদশ টাইব্রেকারে ২-১ গোলে বাইনতলা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহি অফিসার তুষার কুমার পাল’র সভাপতিত্বে সমাপনী খেলায় খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ,  সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ হামিম নূরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, রামপাল কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুর রহমান,  মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য অতিন্দ্রনাথ হালদার দুলাল ও অসিত বরন কৃন্ডু, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের  সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক শেখ সাদি সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার ফুটবল প্রেমীরা।

খেলাটি পরিচালনা করেন রামপাল সরকারী কলেজের শরীর চর্চা বিভাগের প্রভাষক মোঃ তাওহিদুল ইসলাম।  সন্ধা ৭টায় অনুষ্ঠান শেষ হয়।  

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ