আজকের শিরোনাম :

নিকলীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১৫:১৫

কিশোরগঞ্জ নিকলীতে আজ ০৩ জুন ২০২১ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে জন স্বাস্থ্য পুষ্ঠি সেবা, জন স্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৬ - ১১ মাস, ২৩১৯ ও ১২- ৫৯ মাস ১৮৬৭২ মোট = ২০,৯৯১ টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সকল শিশুকে খাওয়ানো হবে।

নিকলী উপজেলা ৭টি ইউনিয়নে একযোগে সারাদেশের ন্যায় ১৬৮ স্থায়ী ক্যাম্প ও ১টি অস্থায়ী ক্যাম্প মোট ১৬৯টি ক্যাম্পে, এ কার্যক্রম চলবে আগামী  ৫ই জুন থেকে ১৯শে জুন ২০২১ইং সরকারি কার্যদিবসে শনি থেকে বৃহস্পতি বার পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপি। উক্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পিইন ২০২১ইং এর অবহিত করণ ও পরিকল্পনা সভায় স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ রহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ খান নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসসাদিক জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, নিকলী থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই মোঃ হাফিজুর রহমান, সংবাদিক জয়দেব আচার্য্য ও নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ প্রমূখ।


এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ