আজকের শিরোনাম :

টাঙ্গাইলে পাচারকালে ট্রাকবোঝাই খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১০:১৭

টাঙ্গাইলের ভূঞাপুর খাদ্য গুদাম থেকে পাচারকালে ট্রাকবোঝাই খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ট্রাকভর্তি করার সময় এই চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ভূঞাপুর খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ট্রাকযোগে পার্শ্ববর্তী ঘাটাইলের একটি রাইস মিলে বিক্রির জন্য নেওয়া হয়। পরে পুনরায় বিকালে আরেকটি ট্রাকে চালবোঝাই করে। ওই ট্রাকে ১৪ মেট্রিক টন চাল ছিল।

গুদাম থেকে এই সরকারি চাল পাচারের সময় সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো বন্ধ ছিল।

ভূঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘ট্রাকের চালগুলো ঘাটাইল যাচ্ছিল। চালগুলো ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপের। তারা খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ডিলার। তারা চালের কোনও ডিও দেখাতে পারেনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চালগুলোর বিষয়ে তদন্ত চলছে।’

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ