আজকের শিরোনাম :

মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরি : আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৬:৫১

জামালপুরের মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, ১১ এপ্রিল রাতে বানিপাকুরিয়া গ্রামের শাহআলমের ছেলে মোখলেসুর রহমানের বাড়িতে চুরি হয়। ঘটনার সময় পাশের বাড়ির অসুস্থ্য রোগিকে দেখতে সুযোগে ঘরের দরজা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ-স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার  মালামাল চুরি হয়।

অপরদিকে একই রাতে পাশের গ্রাম সাধুপুওে কৃষক হারুনুর রশিদের গোয়াল ঘরে প্রবেশ করে গরু চুরিকালে হাতে নাতে চোর ধরা পড়ে। ধৃত চোর মধ্য শেরপুর গ্রামের আ: গফুরের ছেলে আজিজুল হক (৬০) বলে পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ পরিদর্শন চুরি সংগঠিত উভয় স্থান পরিদর্শন শেষে আজিজুল চোরকে আটক করে।
 

 এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ