আজকের শিরোনাম :

মধুখালীতে অটিস্টিক শিশু ও মহিলাদের "রিপিট সেশন" প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১৫:১৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন "অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি" প্রকল্প বাস্তবায়নে ডাটা কন্সালটেন্টস বিডি লিমিটেড  এবং এসো জাতি গড়ি (এজাগ) এর সহযোগীতায় কর্মসূচি পরিচালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসাবে  ফরিদপুর জেলার মধুখালী  উপজেলার আড়পাড়া বিশেষ ট্রেনিং সেন্টার, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে  অটিস্টিক শিশু ও  মহিলাদের "রিপিট সেশন"  প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আজ শনিবার সকালে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ওয়ার্ড মেম্বর আবদুর রউফ, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ভাইস প্রেসিডেন্ট রওনক ফারিয়া।  

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এজাগের ট্রেইনার শাহিনুর বেগম, লিলি বেগম উপজেলা কোর্ডিনেটর মোছাঃ রুবিনা বেগম প্রমূখ। "রিপিট সেশন" প্রশিক্ষণে ৩০ জন অটিস্টিক শিশু ও  মহিলা অংশ গ্রহণ করেন।

এবিএন/কে এম রুবেল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ