আজকের শিরোনাম :

কয়রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৬

উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কয়রা সদরের শ্রীশ্রী গোবিন্দ মন্দির (কমলবালা সেবাশ্রম) প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এড. অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও অধ্যাপক আশুতোষ রায়ের পরিচালায় জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রশান্ত মন্ডল, জেলা সদস্য নিতাই চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি ঘোষ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এসআই সঞ্জয় কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ সিরাজুদ্দৌলা লিংকন, সাংবাদিক সুভাষ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, জেলা কৃষক লীগ নেতা দিদারুল ইসলাম, আ’লীগ নেতা নির্মল দাস, প্রধান শিক্ষক দেবীরঞ্জন মন্ডল, সুজিত রায়, খগেন্দ্রনাথ মন্ডল, ইউপি মেম্বর হরেন্দ্রনাথ মন্ডল, পূজা পরিষদের গীরেন্দ্রনাথ মন্ডল, ননীগোপাল মজুমদার, জগদীশ মজুমদার সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।

আলোচনা শেষে মন্দির প্রাঙ্গন থেকে জন্মষ্টমীর বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করাকালে সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ