আজকের শিরোনাম :

সাদুল্লাপুরে বিনা-৯ সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯

"কৃষিই সমৃদ্ধি"এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০২০-২১ মৌসুমে সরিষা প্রদর্শনী মাঠ দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা প্রতাপ গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ কৃষক আলহাজ্ব বিরাজ উদ্দিন বেপারী।  এতে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান প্রধান আলোচক হিসেবে উন্নত জাত- বিনা ৯ সরিষার অধিক ফলনে কৃষকদের উদ্ধুর্দ্ধ করন ও সচেতনায় উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে কৃষি ভিত্তিক দিক নির্দেশনামূলক বিশদ আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া,আবুল কালাম আজাদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার তৌহিদুর রহমান তোহা, এরশাদ হোসেন ও সাথী আক্তার। স্থানীয় সূধিজন ও কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরিয়ার ইসলাম রাসেল, নজরুল ইসলাম বকুল, আমিনুল ইসলাম ও সুজন সেন। সবশেষে অনুষ্ঠানের প্রধান আলোচক কৃষি কর্মকর্তা সরিষা প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।
 

এবিএন/শহিদুল ইসলাম শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ