আজকের শিরোনাম :

আশাশুনিতে মোবাইল কোর্টে আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৫২

আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীতে “বিশেষ কম্বিং অপারেশন-২০২১” উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নদীতে রেণুমাছ ধরার কাজে মশারী জাল ও বড় মাছ ধরার নামে বেহুন্দি জাল পেতে বাগদা ও ছাটি রেণু পোনা ধরার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের রেণু ধ্বংস করা হয়ে থাকে।

প্রতি বছর মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাইকিং, লিপলেট বিতরণ ও মতবিনিময় সভা করে নিয়ম মেনে চলার আহবান জানানো হয়ে থাকে। তারপরও গরীব মানুষ ও জেলেরা সরকারি বিধি নিষেধ অমান্য করে নদীতে মাছ ধরা ও রেণু পোনা বিনষ্ট করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদীতে পেতে রাখা একটি বেহুুন্দি জাল ও চারটি মশারী জাল আটক করা হয়।

পরে আটককৃত জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আটককৃত জালের মূল্য অনুমান ৪০/৪৫ হাজার টাকা।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ