আজকের শিরোনাম :

নন্দীগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১৮:৪৭

নন্দীগ্রাম (বগুড়া), ১৯ আগস্ট, এবিনিউজ : জেলার নন্দীগ্রামে অতি বৃষ্টি এবং দৈয়নারা খালের বাঁধ ভাঙ্গার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১২০ জন আমন ফসলি জমির মালিকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে থালতামাঝ গ্রাম ইউনিয়নের ত্রিমহুনী বাজারে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এ চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

এসময় অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাহেলা পারভিন, উপজেলা কৃষি অফিসার মুশিদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ