আজকের শিরোনাম :

জমে উঠেছে কাউখালীর পশুর হাট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১৪:১৬

কাউখালী (পিরোজপুর), ১৮ আগস্ট, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে পশুর হাট এখন জমজমাট। উপজেলার ০৮/১০টি হাটে কোরবানীর পশু বেচাকেনা হচ্ছে। সবচেয়ে বড় পশুর হাট কাউখালী বন্দরের উপর সরকারি স্কুল মাঠে বসেছে।

এ হাটে দেশি বিদেশি গরু চড়া মূল্যে বেচাকেনা হচ্ছে। ক্রেতারা অনেকেই ফিরে গেছেন দর দামে না বোনাবুনি হওয়ার কারণে। আবার বেশিরভাগ ক্রেতারা অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে মুখে মুখে বেচাবিক্রি করে গ্রামে বসে লেনদেন করার শর্তে কেনা বেচা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) কাউখালীর হাটে  সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার, এবং সর্বনি¤œ বিশ হাজার টাকায় গরু বেচাকেনা হয়েছে। তবে বিক্রেতারা জানান, দেশি গরুর চাহিদা এ বছরে খুব বেশি বিধায় বিদেশি গরুর দাম তুলনামূলক বেশি। দেশি গরুর চাহিদা পূরণ না করতে পারায় বিদেশ থেকে আমাদানীকৃত গরু দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করতে হচ্ছে বিক্রেতা নজরুল ইসলাম জানান।

জেলা প্রসাশক কর্তৃক রেড শতকরা ৮% হারে গবাদি পশুর খাজনা ধরা রয়েছে। উপজেলার উল্লেখ্যযোগ্য বাজারের মধ্যে রয়েছে কেউন্দিয়া বাজার, তালুকদারহাট, বেতকা বাজার, চৌরাস্তা বাজার, পোলেরহাট, মোল্লারহাট।

এছাড়াও উপজেলার স্থায়ী অস্থায়ী ৫/৭টি বাজারে প্রতিদিনই পশু বেচাকেনা হচ্ছে। এবার খামার মালিকরা জানান, পশুর দাম ভাল থাকায় তারা খুব খুশি।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ