আজকের শিরোনাম :

কোটচাঁদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৪৮

তিনটি ঔষুধের ফার্মেসী ও একটি হোটেলে এক চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে কোটচাঁদপুর কলেজস্ট্যান্ডে এ অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্টেট আসাদুজ্জামান রিপন এবং ঝিনাইদহ ভোক্তাধিকার অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন বিশ্বাস।

অভিযানে কলেজস্ট্যান্ডের আয়ুব মেডিকেলের ফ্রিজ থেকে বের হয় তিনটি ঔষুধ ভরা সিরিজ,ফিজিশিষয়ান ঔষুধ। এ ছাড়া রেক থেকে বের হয় ডেট এক্সপায়ারী ঔষুধ। এ অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করেন ওই মেডিকেলকে। এরপর অভিযান চলে নাবিলা ফার্মেসীতে।

বের হয়ে আসে ডেট এক্সপায়ারী ঔষুধ ও ফিজিশিয়ান সেম্পল। জরিমানা করা হয় ৮ হাজার টাকা। পরে জলিল ফার্মেসীকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা। এরপর অভিযান চালান জামানী হোটেলে। অ-স্বাস্থ্যকরা পরিবেশ হওয়ায় জরিমানা করা হয় ৮ হাজার টাকা।

 

এবিএন/সুব্রত সরকার/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ