আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় ভিজিএফের চাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ২০:১৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ), ১৬ আগস্ট, এবিনিউজ : ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ছলির বাজারের একটি গুদাম থেকে ভিজিএফের ২৪০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে ছলির বাজারে বাবুলের গুদাম ভর্তি ভিজিএফের চাউলের বস্তা দেখে স্থানীয়রা ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে দুটি ঘর থেকে ২৪০ বস্তায় ১২ হাজার কেজি ভিজিএফের চাল উদ্ধার করে কুশমাইল ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের জিম্মায় রেখে আসেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাউল রয়েছে।

ইউপি চেয়ারম্যান শামছুল হক বলেন, ছলির বাজারে দুটি ঘর থেকে উদ্ধারকৃত ২৪০ বস্তা চাউল আমার জিম্মায় রেখেগেছেন ইউএনও স্যার।

উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত চাল ভিজিএফের। যেহেতু চাউলের কোনো মালিক পাওয়া যায়নি, সেহেতু পুলিশের তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ