আজকের শিরোনাম :

জলঢাকায় শহীদ পরিবারের মানবেতর জীবনযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১৪:২১

স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি হতে বঞ্চিত শহীদ পরিবারেরা। পায়নি কোন মূল্যায়ন। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা। তবে একদিনের জন্যেও কেউ খোঁজ নেয়না আমাদের। তবে কেন সেই দিন আমাদের বাবা, একাকারসহ আরো মানুষ কেন প্রাণ দিলেন।

এভাবেই আক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলেন, নীলফামারীর জলঢাকায় স্বাধীনতা যুদ্ধে গণহত্যার স্বীকার হেমন্ত কুমার শীলের ছেলে ভুপেন শীল।

হেমন্ত কুমার শীলের স্ত্রী বদনেশ্বরী (৯৬) রাষ্ট্রীয় স্বীকৃতির আসায় এখনও স্বপ্ন দেখেন। স্বাধীনতা যুদ্ধের সময় আমার স্বামী হেমন্ত কুমার শীল, দেবর শ্রীকান্ত শীল, দিলিপ শীলসহ প্রায় চাশত মানুষের প্রাণ নিয়েছেন পাক সেনারা। আমাদের পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি কবে দিবে সরকার।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ২৭ এপ্রিল শরণার্থী হিসেবে ভারত যাওয়ার পথে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জে গণহত্যার স্বীকার হন আমার স্বামী হেমন্ত কুমার শীলসহ নিরস্ত্র আরো চারশত মানুষ। সেই দিনের  বিভীষিকাময় দিনের স্মৃতির কথা বলতে গিয়ে আবেগপ্লুত হয়ে পরেন ভুপেন শীলসহ শহীদ পরিবারের  সদস্যরা।

ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বলেন ৭১ সালে গণহত্যার স্বীকার পরিবারগুলোকে রাষ্ট্র্রীয় স্বীকৃতির পাওয়ার জন্য আমাদের সংগঠন সরকারের কাছে তাগাদা দিয়ে আসছে।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ