আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে তাঁত সমৃদ্ধ এলাকায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২০:০৭

সিরাজগঞ্জে তাঁত সমৃদ্ধ এনায়েতপুরে যমুনার তীব্র ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়দের উদ্যেগে যমুনার পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, যমুনায় পানি কমতে শুরু করায় প্রচন্ড স্রোতের কারনে নদীতে বিলীন হচ্ছে বহু ঘরবাড়ি জায়গা জমি।

ব্রাহ্মনগ্রাম-আড়কান্দি থেকে পাঁচিল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার জুড়ে যমুনার তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহে এ ভাঙনে ফসলি জমিসহ যমুনায় বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। দীর্ঘদিন ধরে এ ভাঙনে ইতিমধ্যেই হাজার হাজার ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, তাঁত কারখানা নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় পাউবো কর্মকর্তারা শুধু আশ্বাস দিলেও কাজ হচ্ছে না। এ এলাকার মানুষ এখন ত্রাণ সামগ্রী চায় না। সিরাজগঞ্জের কৃতি সন্তান পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী করছি।

এখানে দ্রুত বাঁধ নির্মাণ হলে দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট, খাজা এনায়েতপুরী (র:) মাজার, মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িসহ ফসলি জমি রক্ষা হবে। এ মানববন্ধনে স্থানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, সমাজ সেবক শাহ আলম ভুইয়া, শিক্ষক রুখছানা ইসলাম, ব্যবসায়ী মোখলেছুর রহমান, রওশন আলী ও শিক্ষার্থী মেরাজুল ইসলামসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ