আজকের শিরোনাম :

এবার বেলজিয়ামকে হারিয়ে চমক দেখালো মরক্কো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ২১:২৫

কাতার বিশ্বকাপে এবার চমক দেখালো আফ্রিকান দেশ মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য রুখে দিয়ে মরক্কো আভাস দিয়েছিল তারা কাতার বিশ্বকাপে অনেকদূর যাবে। দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে সেটাই প্রমাণ করেছে আফ্রিকার অদম্য দেশটি।

কর্নার থেকে ৭৩ মিনিটে আব্দেলহামিদ সাবিরির নেওয়া দুর্দান্ত এক শটে গোল নিশ্চিত হয় মরক্কোর। এরপর অতিরিক্ত সময়ে জাকারিয়া আবুখলালের করা গোলের সুবাদে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে যায় ‘
মরক্কো। 

উত্তর আফ্রিকার এই স্বাধীন দেশটি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে। 

অন্যদিকে বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারায়। রোববার বেলজিয়াম জয় পেলে তাদের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতো। 

কিন্তু সহজ সমীকরণের ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই মরক্কোর মুহুর্মুহু চাপের মধ্যে থাকে বেলজিয়াম। গোলের উদ্দেশ্যে আক্রমণ করার চেয়ে তাদের প্রতিরোধেই বেশি সময় কাটাতে হয়। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়েও গোল করেছিল মরক্কো। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি শেষপর্যন্ত বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মাঠের ডান প্রান্তের কর্নার থেকে আব্দেলহামিদের দুর্দান্ত শট প্রতিপক্ষের গোলকিপারকে ফাঁকি দিয়ে সরাসরি জালে গিয়ে ঠেকে। গোলের উল্লাসে মাতে মরক্কো। 

ম্যাচের অতিরিক্ত সময়ে জাকারিয়া আবুখলালের জোরালে শটে গোল নিশ্চিত হলে ২-০তে জিতে যায় মরক্কো।  

এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ